মাতাল হাওয়া
- ওমর ফারুক
হঠাৎ কেনো এমন হলো?
তীব্র দুখে বুক ভেসে যায়!
সৃষ্টি-সুখের দিনগুলোতেও
মুখের কথা, মুখেই জড়ায়!
বলতে গিয়েও হঠাৎ থামি
ভেবে দেখি রোজ প্রভাতে!
আজ না হয় বলবো কথা
অভিসারে গভীর রাতে!
তোমার ছায়া গায়ে মেখে
এসেছিলাম প্রণয়-ঘাটে।
রঙ দিয়েছো, নাম দিয়েছো
দাও নি সুধা প্রেমের বাটে!
অনেক করে চেয়েছিলাম
হয়েছিলাম প্রেম-ভিখারী!
কাছে এসেও নাও নি বরণ
করেছো মোরে,প্রণয়-হরি!
মাতাল হাওয়া কই চলেছো
সখী আমার সুদূর পারে!
আমার কথা পৌঁছে দিও
কেমন আছি—বলো তারে!
তার স্মরণে দিন কাটে মোর
হিয়ার ব্যথায় রাত কাটে!
বুক ফাটে মোর তার বিরহে
সহসা আবার দম ফাটে!
0 Comments